চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
অদ্য১৮-০৩-২০২২ইংরেজী শুক্রবার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়িস্হ আশেকানে হকভান্ডারী শোকর-এ মওলা মনজিলে পবিত্র লাইলাতুলবরাত উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রিসালাতুন নাজাত গ্রন্থের লেখক ও প্রণেতা পরম শ্রদ্বেয় জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী(চৌধুরী মামাজান)এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বক্তব্য ও মিলাদ পরিচালনা করেন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শফিউল আজিম সুমন, এতে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরাম এর সহ সভাপতি জনাব জয়নুল আবেদীন তাওরাত ও সৈয়দ গোফরান ফরহাদ, নুরুল আলম বাবুল,হাসান লোকমান, কামরুল ইসলাম চৌধুরী রাফি, নাছির,কাজী আজম ও আইয়ুব, রাজু, টনি সহ আশেকানে হকভান্ডারী শোকর-এ মওলা মনজিলের কর্মকর্তা ও অসংখ্য সদস্য -সদস্যাবৃন্দ প্রমূখ!
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.