চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইন্দং ইউনিয়নের মোহাম্মদ ওয়াহাব মিয়া(২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৯-০৩-২০২২ইংরেজী বুধবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় এই ঘটনা সংগঠিত হয়। নিহত ওয়াহাব মিয়া পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্ডা মার্কেটে দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ৪ জন আরোহী আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ওয়াহাব মিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এ প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য নুর মিয়ে কোম্পানি বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াহাব মিয়ার চট্টগ্রাম মেডিকেলে রাত সাড়ে আটটার দিকে মৃত্যু হয়েছে। সে আন্ডার মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। খবর পেয়েছি ওয়াহাব মিয়া সপ্তাহখানিক আগে প্রবাস থেকেএসেছে।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.