মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ
নোটিশ :

আদালতের নির্দেশে দাফনের ৯মাস পর ফটিকছড়িতে লাশ উত্তোলন।

চ্যানেল মানবাধিকার 24 প্রতিবেদক:-
চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাপমারা এলাকায় লাশ কবরে দাফনের ৯ পর আদালতের নির্দেশে সেই লাশ উত্তোলন করা হয়েছে।গত ৩১-০৫-২০২২ইংরেজী মঙ্গলবার দুপুরে দাঁতমারা ইউনিয়নের সাপমারা এলাকায় কবর থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি,ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী আহমদ মাষ্টার।জানা যায়, গত বছর ৩ সেপ্টেম্বর ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে মুহাম্মদ ইমনের একই এলাকার আর্মি শফির মুরগির ফার্মে বিদ্যুতায়ীত হয়ে মৃত্যু হয়েছিল। ওইদিন ইমনের পরিবার এবং স্থানীয়দের পরামর্শে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করে।পরে ইমনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ইমনের পরিবার আদালতে মামলা দায়ের করেন। আর এই মামলার তদন্ত করার জন্য ইমনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে আদালতকে বুঝিয়ে দিয়েছে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা