সারাদেশে রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রীর সম্মতির পর এইচএসসি ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, অন্যান্য বারের মতই শিক্ষার্থীরা ফল জানতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ওয়েবসাইট এমনকি মোবাইলেও ফলাফলের এসএমএস পাওয়া যাবে। শিক্ষার্থীরা কখন এসএমএস পাবে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যা ৬ টার পর পরীক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে।
৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ফল প্রার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.