শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ বাবা ভান্ডারীর ওরশ শরীফের আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ উদযাপন,
নোটিশ :

অলি-বুজুর্গদের সিলসিলাই দ্বীনে ইসলামের শুদ্ধতম ধারা- শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম.)

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদকঃ
গাউসুল আজম মাইজভান্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ(ক)-এর একক উত্তরাধিকারী পৌত্র,স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন অছি-এ-গাউসুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী(ক)-এর চান্দ্রবার্ষিক ওফাত দিবস ২০রবিউল আউয়াল স্বরণে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী(দ)মাহফিল বিগত ১৭ অক্টোবর২২ইংরেজী সোমবার,বাদে আসর মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অছি-এ-গাউসুল আজম মাইজভান্ডারী মনোনীত,মোন্তাজেমে জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার,ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম)।সকাল ১১টায় মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দান হতে ঈদে মিলাদুন্নবী(দ)উপলক্ষে বর্ণাঢ্য জসনে জুলুস আয়োজন করা হয়েছে যা ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার নির্ধারিত এলাকা প্রদক্ষিণ শেষে দরবার শরীফে এসে শেষ হয়।বাদ আসর ঈদে মিলাদুন্নবী(দ)মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবীয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবদুল আলীম রিজভী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল(এম এ)মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন,বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী,রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী,যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার ও মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল আজম(বাবর)আজহারী,ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল(এম এ) মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী,গোমদন্ডী দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী,দরবারে বারীয়া শরীফের নায়েব সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোকাররম বারী,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ মাসউদ রিজভী, মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম,দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর পক্ষ হতে বক্তব্য রাখেন নায়েব মোন্তাজেমে দরবার শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী।সভাপতির বক্তব্যে শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী(ম)বলেন,অলি-বুজুর্গদের আধ্যাত্মিক ধারা তথা সিলসিলার মাধ্যমেই ইসলামের শুদ্ধতম রুপ প্রবহমান।তাই রাসুলে পাকের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তার আধ্যাত্মিক প্রতিনিধি আউলিয়ায়ে কেরামদের নীতি-আদর্শকে ধারণ করতে হবে। মাহফিল সঞ্চালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধ্যক্ষ দারুত্বালীম মাওলানা নুরুল আবছার শরীফ।এছাড়াও মাহফিলে আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী, আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী সহ ওলামায়ে আহলে সুন্নাত, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। যথাসময়ে উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে জসনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী(দ.)মাহফিলকে সফল করার জন্য এলাকাবাসী, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়েব মোন্তাজেমে দরবার শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম(রুবাব) মাইজভান্ডারী ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ মাহমুদুল হক।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা